______ড. মোঃ আমিনুল ইসলাম
হাদির অকাল ও রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আজ এক অভূতপূর্ব ক্রান্তিকাল অতিক্রম করছে। শোকের মাতম ছাপিয়ে রাজপথে আছড়ে পড়েছে জনরোষের উত্তাল তরঙ্গ। সাধারণ মানুষের ক্ষোভের দাবানল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে, যা অনেক স্থানেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশের সুশীল সমাজ ও চিন্তাশীল নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, আবেগ যখন বিবেকের ওপর প্রাধান্য পায়, তখন ন্যায়বিচার পাওয়ার পথ অনেক সময় কণ্টকাকীর্ণ হয়ে পড়ে। তবে এই গণ-আবেগের অন্তরালে যে দীর্ঘদিনের বঞ্চনা ও হাহাকার লুকিয়ে আছে, তাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই।
বিক্ষোভের নেপথ্য কারণ ও আবেগের প্রাসঙ্গিকতা হাদির মৃত্যু কেবল একটি সাধারণ বিয়োগান্তক ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকেনি; এটি দীর্ঘদিনের জমে থাকা সামাজিক অতৃপ্তি ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদে পরিণত হয়েছে।
আবেগের যৌক্তিক ভিত্তি: রাজপথে আছড়ে পড়া মানুষের এই ক্ষোভকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। যখন কোনো তরুণ প্রাণের রহস্যজনক প্রস্থান ঘটে, তখন সমাজ বিচলিত হওয়াটাই স্বাভাবিক। এই আবেগ আসলে সত্য ও ন্যায়বিচারের প্রতি সাধারণ মানুষের তীব্র আকুলতা। সুশীল সমাজের মতে, এই স্বতঃস্ফূর্ত আবেগ প্রমাণ করে যে দেশের মানুষের বিবেক এখনও জাগ্রত; তারা অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হতে জানে।
আকস্মিকতা ও অসংগতি: মৃত্যুর ধরন ও প্রাথমিক তথ্যের অসংগতি সাধারণ মানুষের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে, যা এই আবেগের আগুনে ঘৃতাহুতি দিয়েছে।
আস্থার সংকট: জনগণের এই ক্ষোভের মূলে রয়েছে অতীতে বিভিন্ন ঘটনায় বিচার না পাওয়ার দীর্ঘ ইতিহাস। মানুষ যখন মনে করে স্বাভাবিক প্রক্রিয়ায় ন্যায়বিচার পাওয়া কঠিন, তখনই এমন স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ঘটে। সুশীল সমাজের বিশ্লেষণ ও বক্তব্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সমাজবিজ্ঞানীরা এই অস্থিরতাকে কেবল আইন-শৃঙ্খলার অবনতি হিসেবে দেখছেন না। তাদের মতে, এটি সামাজিক কাঠামোর এক গভীর ফাটলের বহিঃপ্রকাশ।
ন্যায়বিচারের দাবিতে সংহতি: সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, জনগণের আবেগকে সম্মান জানিয়ে দ্রুততম সময়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। তারা মনে করেন, জনগণের এই দাবি অত্যন্ত যৌক্তিক এবং রাষ্ট্রকে এর স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গণতান্ত্রিক প্রতিবাদের সুরক্ষা: বিশিষ্ট নাগরিকদের মতে, প্রতিবাদ করা নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তবে এই পবিত্র আবেগ যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে তারা সতর্ক করেছেন। তাদের ভাষায়, "আবেগ যেন আমাদের লক্ষ্যচ্যুত না করে। ধ্বংসাত্মক কাজে লিপ্ত হলে মূল অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়।" সংকট উত্তরণে সুনির্দিষ্ট পরামর্শ সুশীল সমাজ এই সংকট উত্তরণে এবং জনগণের আবেগকে সঠিক পথে পরিচালিত করতে নিম্নোক্ত দিকনির্দেশনা প্রদান করেছেন।
স্বচ্ছ তদন্ত ও দৃশ্যমান পদক্ষেপ: প্রশাসনকে কেবল আশ্বাস দিলে চলবে না, বরং তদন্তের অগ্রগতি দৃশ্যমান করতে হবে যাতে জনমনে আস্থার সঞ্চার হয়। গুজব প্রতিরোধ: ডিজিটাল মাধ্যমে প্রচারিত অসংলগ্ন তথ্য বা বার্তার সত্যতা যাচাই না করে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
শান্তি রক্ষা কমিটি গঠন: পাড়া-মহল্লায় তরুণ ও প্রবীণদের সমন্বয়ে 'শান্তি ও সম্প্রীতি কমিটি' গঠন করার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল জনগণের আবেগকে পুঁজি করে অরাজকতা সৃষ্টি করতে না পারে। আর্থ-সামাজিক প্রভাব চলমান এই অস্থিরতার ফলে দেশ এক গভীর অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে:
অর্থনৈতিক স্থবিরতা: অস্থিতিশীলতায় উৎপাদনমুখী শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন প্রায় ৩০-৪০% হ্রাস পেয়েছে।
শিক্ষাব্যবস্থায় ব্যাঘাত: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্থবির হয়ে পড়ছে। মানবিক বিপর্যয়: অস্থিরতায় আহত মানুষের সংখ্যা বৃদ্ধি সামাজিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতাকে আরও দীর্ঘস্থায়ী করছে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এই ক্রান্তিলগ্নে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। জনগণের আবেগ ও সত্য ঘটনাকে বিকৃত না করে যথাযথভাবে তুলে ধরাই এখনকার সময়ের বড় দাবি। সুশীল সমাজ মনে করে, গণমাধ্যম যদি দায়িত্বশীলতার সাথে প্রকৃত চিত্র তুলে ধরে, তবে জনমনে স্বস্তি ও সচেতনতা ফিরবে।
উপসংহার: ন্যায়বিচার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। হাদির মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব। জনগণের এই তীব্র আবেগ ও দাবিকে সম্মান জানিয়েই রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে সেই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। আবেগ যখন ন্যায়ের দাবিতে সোচ্চার ও সুশৃঙ্খল থাকে, তখনই তা সার্থক হয়। আইন নিজের হাতে না তুলে নিয়ে শান্তির পথে ন্যায়ের দাবি সোচ্চার রাখাই হোক বর্তমান সময়ের শপথ। আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই এবং ন্যায়ের মাধ্যমেই এই অন্ধকার সময় কেটে যাবে!
#... লেখক একজন শিক্ষক কবি গবেষক ও প্রাবন্ধিক
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর