# হরিপুর প্রতিনিধি: রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানীর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন সাদিয়া আক্তার (১১) ও সাদ্দাম হোসেন (০৬) নামে আপন দুই ভাইবোন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ জুন) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ও আমগাও ইউনিয়নের মাঝামাঝি সুইচগেট নামক স্থানে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ও বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। সাদিয়া আক্তার ও সাদ্দাম হোসেন রংপুরের পশুরাম থানার জলছত্র গ্রামের আমিনুল ইসলামের দুই শিশু সন্তান। নিহতদের বাবা আমিনুল ইসলাম বলেন দুইদিন আগে আমি আমার দুই সন্তানকে নিয়ে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও গ্রামে শাশুড়িকে দেখার জন্য বেড়াতে আসি। তীব্র তাপদাহের কারণে বৃহস্পতিবার দুপুরে ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাদিয়া আক্রারকে নিয়ে নাগর নদীতে গোসল করতে আসি। দুই সন্তানসহ আমি গোসল করতেছিলাম হঠাৎ করে তারা দুইজন পানির স্রোতে তলিয়ে যায়। আমি তাদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এসময় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহযোগিতায় অনেক খোজাখুজির পর বিকেল ৪টার দিকে বকুয়া ইউনিয়ের মানিকখাড়ি এলাকায় নাগর নদী থেকে থেকে আমার মেয়ে সাদিয়া আক্তার (১১) এর লাশ উদ্ধার করা হয়। কিন্তূ আমার শিশু সন্তান সাদ্দাম হোসেনের লাশ এখনো পাওয়া যায় নাই। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে কি জবাব দিবো সেই ভাষা হারিয়ে ফেলেছি।
দুই সন্তান নিহত হওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা আমিনুল ইসলাম, এসময় আকাশের বাতাস ভারী হয়ে উঠে। সন্তান হারা বাবার কান্নায় উপস্থিত লোকজনের চোখ দিয়েও অশ্রু নেমে আসে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে ডুবে নিহত দুই ভাইবোনের মধ্যে সাদিয়া আক্তার (১১) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপরজনের লাশ উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌছাই যাবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর