ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজ ভিসা প্রক্রিয়াকরণ কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে ফ্লাইট সময়সূচী অনুসারে হজের জন্য সৌদি আরবে সফর শুরু করবেন।’
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ হজযাত্রীর ভ্রমণ আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং আরও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারি উদ্যোগে ৭৫৩টি স্থানীয় সংস্থার মাধ্যমে নিবন্ধন করেছেন।
উপদেষ্টা আরো বলেন, এই সংস্থাগুলোর বেশিরভাগই মূলত সাব-এজেন্ট হিসেবে কাজ করছে এবং ৭০টি সংস্থার সরকারি ব্যবস্থাপনায় ও কঠোর তদারকিতে হজের জন্য সৌদি আরবে ভ্রমণ করবে।
তিনি বলেন, সৌদি সরকার এর আগেও এজেন্টদের মিনা ও আরাফাতে পরিবহন ও ক্যাটারিং পরিষেবার যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষ করে হজযাত্রীদের তাঁবুতে থাকা নিশ্চিত করতে বলেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর