# নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভ‚মিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। শুরু থেকেই মহিলা দল রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছে, যা আমাদের জন্য অনুপ্রেরণার। মঙ্গলবার নগরীর সাহেববাজার এলাকার একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন হলো মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে সংগঠনটি। দলের ইতিহাস-ঐতিহ্যে মহিলা দলের সুনাম আজ দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। নারীদের নিয়ে কাজ করা এই প্রিয় সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতেই পারে, তবে তা অস্বাভাবিক নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করতে হবে। দেশের উন্নয়নেও ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশ্বকে চমকে দিচ্ছে। নারীরা অদম্য হয়ে উঠেছে। যেকোনো কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আজ নারীরা দেশের সীমা পেরিয়ে বিশ্বজুড়ে সুনাম অর্জন করছে। বেগম খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উল্লেখ করে মিনু বলেন, দেশ ও জাতির উন্নয়নে তিনি ব্যাপক ভ‚মিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাঁকে বহু নির্যাতন-অত্যাচার সহ্য করতে হয়েছে। পৃথিবীর আর কোনো নারী হয়তো এত অত্যাচারের শিকার হননি। তবু তিনি দেশের মানুষের জন্য অটল থেকেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন এবং দীর্ঘ সময় দলকে সুসংগঠিত করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রিয় সন্তান তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আশা করছি তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ হবে উন্নত। তিনি আরও অভিযোগ করেন, স্বৈরাচার হাসিনা বসে নেই; দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে তারেক রহমান দেশের মানুষকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবেন। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে মিনু দলটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। অনুষ্ঠানে নগর মহিলা দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শেষে মহানগর সভাপতি অসুস্থ থাকায় তাঁর রোগমুক্তি এবং মৃত্যুবরণকারী নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর