বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ..........................................
স্ত্রীর করা যৌতুক মামলায় ওবাইদুর রহমান নামে পুলিশের এক এএসআই কে কারাগারে পাঠিয়েছেন আদালত । যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর ২০০৭ সালে বাদির সাথে রাজশাহীর তানোর উপজেলার ভাগনা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ ওবাইদুর রহমানের সাথে বিবাহ হয় । ২০২১ সালের জুন মাসে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে । এমন কি যৌতুক না দিতে চাওয়ায় পুত্র সন্তানকে নিজ হেফাজতে রেখে স্ত্রী এবং মেয়েকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন । রবিবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁপাইনবাবগঞ্জ বিচারক কুমার সিপন মোদক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী মোঃ জাকির হোসেন । তিনি বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় আপোষের শর্তে জামিন নেন মোঃ ওবাইদুর রহমান । কিন্তু আপোষ না করে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে ভঙ্গ করায় আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর