প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ১০:৪৫ এ.এম
সৌদির সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার ৫ গ্রামে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ গ্রামের প্রায় চার শতাধিক মুসুল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করেছে। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায়, সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এলাকার চার শতাধিক পরিবারের সদস্যরা এ ঈদ পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে প্রায় ১৫ জন নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন মোওলানা মো. এলাম উদ্দিন।
এছাড়াও একই উপজেলার আট নম্বর দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা গ্রামের একটি আম বাগানে সকাল সোয়া আটটায় প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মওলানা মো. আবুল কালাম আজাদ।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের দুই শতাধিক নারী পুরুষ মুসুল্লি বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণের মাঠে ঈদ উদযাপন করেছেন। এতে ইমামতি করেন মাওলানা শাইখ মোজাম্মেল হক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর