বিশেষ প্রতিনিধি......................................
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলু হকের সই করা চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠির মাধ্যমে জানা যায়, শনিবার (২১ অক্টোবর) থেকে বুধবার (২৫ শে অক্টোবর) পর্যন্ত এই বন্দরের সব ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মামুন আর রশিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন মহদিপুর স্থলবন্দরে সবধরনের কাজ বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর