আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি বছরে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৪০ হাজার ৭৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। গত মাসে এই পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ মেট্রিক টন, কিন্তু চলতি মাসে তা এক-তৃতীয়াংশেরও বেশি কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৯ হাজার ৯০০ মেট্রিক টনে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, চাল আমদানির এই ধীরগতির মূল কারণ হলো ভারতের রপ্তানি নীতিতে অনিশ্চয়তা, চাল আমদানির গতি কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে সরাসরি। গত এক সপ্তাহে বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব ইতিমধ্যে খুচরা বাজারেও পড়তে শুরু করেছে, যা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
এদিকে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। গত ২২ অক্টোবর সরকার আরও এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে, যা দ্রুত কার্যকর হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
সোনামসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই নতুন অনুমতিপ্রাপ্ত আমদানিকারকদের চাল আসতে শুরু করবে। এতে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক হয়ে দামের ঊর্ধ্বগতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর