প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৫৯ পি.এম
সোনামসজিদ বন্দর দিয়ে প্রথম দিনে এলো ৬০ টন ভারতীয় পেঁয়াজ

আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক , শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভারতীয় পেঁয়াজ আমদানির নতুন ধাপ। প্রথম দিনে মোট ৬০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে, যা স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বন্দর সূত্রে জানা গেছে, আজ দুপুরে ভারতীয় ট্রাকগুলো বন্দর এলাকায় প্রবেশ করে। আমদানিকৃত পেঁয়াজের মধ্যে মেসার্স গৌড় ইন্টারন্যাশনাল ৩০ টন এবং ওয়েলকাম ট্রেডার্স আরও ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে।
পানামা পোর্টের ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো কোনো জটিলতা ছাড়াই বন্দর এলাকায় প্রবেশ করেছে এবং আনলোডিং কার্যক্রম দ্রুতগতিতে চলছে। তিনি বলেন, “আমদানিকারকরা নিয়মিত এলসি খুললে প্রতিদিনই পেঁয়াজ ঢোকানো সম্ভব হবে।”
বন্দরের আমদানিকারক ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ীরা আশা করছেন, নিয়মিত আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম শীঘ্রই আরও স্থিতিশীল হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর