আব্দুল বাতেন, শিবগঞ্জ থেকে…
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আবু তালেব – কাজী- শাহাবুদ্দিন- মাওলানা মামুনুর রশিদ প্যানেলে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ফেব্রুয়ারি দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানি অফিসের পাশে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএনএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন আর রশিদ মেসার্স হায়দার এন্টারপ্রাইজ, কাজী মোঃ শাহাবুদ্দিন লিজা এন্টারপ্রাইজ, মোহাম্মদ তরিকুল ইসলাম মেসার্স মোল্লা অটো সার্ভিস, মেসার্স আল ফাতিহা টেটাস, মোহাম্মদ সেলিম রেজা মেসার্স সেলিম এন্টারপ্রাই, মোঃ মিজান সাহেব, মেসা সিরিয়াদ এন্টারপ্রাইজ, মোঃ ফারুক হোসেন, মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল মোহাম্মদ নুরুল হুদা মেসার্স নুরুল হুদা মোঃ মাসিদুন্নবী মাসুদ মেসার্স সোনালী প্রত্যয়, মোঃ শাহিনুর ইসলাম শাহীন মেসার্স প্রিয় এন্টারপ্রাইজ, মোঃ কামরুজ্জামান, মেসার্স শামস্ ট্রেডার্স, মোঃ জহিরুল কাইয়ুম বাবর মেসার্স আল ফাতিহা টেডাস, মোঃ আসাদুল হক বিএল মেসার্স এম এন ট্রেডাস, মোঃ আব্দুল হক মিম এন্টারপ্রাইজ, আবু সালেক মেসার্স সালেক এন্টারপ্রাইজ, মোঃ আক্তার, মেসার্স ওয়েলকাম এন্টারপ্রাইজ, মোঃ ফারুক হোসেন মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল, মোঃ শামীম রেজা মেসার্স শামীম ট্রেডার্স।
এ সময় আবু তালেব জানান,, তার প্যানেল নিবা চিত হলে বন্ধর সংশ্লিষ্ট কাস্টমস সহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। তিনি আরও বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার সহযোগিতা অব্যাহত রাখব।#