# মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক একরামুল হকের মৃত্যুতে সভাপতির পদ শুন্য হওয়ায় মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বাবুল হাসনাত দুরুলকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে। এ সময় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাবুল হাসনাত দুরুলের অবদান প্রশংসনীয়। তার দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সোনামসজিদ স্থলবন্দরকে আরও গতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যবসায়ীদের।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাবার পর এক প্রতিক্রিয়ায় বাবুল হাসনাত দুরুল বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাকুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন ইতি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান জামাল উদ্দিন, সেরাজুল ইসলাম, জাকির হোসেন, মামুনুর রশিদ, আব্দুল আওয়াল ও আসাদুল হক বিয়েল প্রমূখ।
প্রসঙ্গত, বাবুল হাসনাত দুরুল দীর্ঘদিন ধরে বাণিজ্য অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে যুক্ত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর