বিশেষ প্রতিনিধিঃ সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই, প্রয়াত সহকারি অধ্যাপক নুরুল ইসলাম (অবঃ) এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৫-১০-২০২৫) বিকাল সাড়ে ৪ টায় মরহুমের সরেরহাট গ্রামের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা-দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার। ২০২৩ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরন করেন গুনি শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম(অবঃ)।
আলোচনা সভায় নুরুল ইসলামের স্নৃতিচারণ করে বক্তারা বলেন,যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য,দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। অনেকেই জানতেন ইংরেজির একজন পন্ডিত হিসেবে। কাছ থেকে দেখা মানুষগুলোর এমন সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যার সাধারন জীবন অনুপ্রাণিত করে ছাত্র থেকে পাড়া গাঁয়ের শ্রেণী পেশার মানুষকে। নিজ গ্রামের বাড়ি থেকে ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে আসা যাওয়া করতেন,পেশাগত জীবনের শিক্ষা প্রতিষ্ঠান বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা কলেজে। ডিগ্রী থেকে অনার্সে উন্নতিকরণ কলেজটি বর্তমানে সরকারি করণ করা হয়েছে।
ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায়,মরহুমের স্নৃতিচারণ করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ (অরপ্রাপ্ত) আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান, মরহুমের ছেলে-নাট্যকর,নির্মাতা শিমুল সরকার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওঃ মামুন হোসেন। উপস্থিত ছিলেন ছিলেন-সহকারি অধ্যাপক আকবর হোসেন,শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম(স্বপন), প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ শিক্ষক,সাংবাদিক সুধিজন ।
পারিবারিক সুত্রে জানা যায়, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা সরকারি কলেজটি, সরকারি করণের আগে ১৯৭৮ সালে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে অবসরগ্রহণ করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর