
# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ পত্নীতলা ও সাপাহার থানা পরিদর্শন কালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এসব কথা বলেন। শুক্রবার (২৪ অক্টোবর) আকস্মিক এই দুই থানা পরিদর্শনে তিনি বলেন “থানায় আগত কোন সেবা প্রত্যাশী যেন বিরূপ কোন ধারণা নিয়ে থানা থেকে ফিরে না যায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি উভয় থানার সদস্যদের নির্দেশনা দেন।
থানায় রক্ষিত রেজিস্টারসমুহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া, সকল প্রকার অনিয়ম ও মাদক থেকে দুরে থাকার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।” পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।#