# শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে………………………………..
সুন্দরগঞ্জ ২৯ গাইবান্ধা -১ ১ ইন্জিনিয়ার নাহিদ নিগার সাগর ৬৬হাজার, ৪শ’৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি যে অঙ্গীকার নিয়ে সাধারণ ভোটারের দ্বারে দ্বারে ঘুরেছেন তা বাস্তবায়নের জন্য এবং জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এলাকার উন্নয়ন করতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করা হবে বলে তিনি পুন: ব্যক্ত করেন।
তার নির্বাচনী ইশতেহারে ছিল একটি বিশেষ অর্থনৈতি অঞ্চল স্হাপন করা, সকল স্কুল কলেজ মাদ্রাসা সমূহ ভবন সমূহ উর্দ্ধমূখিকরণ ও ভবন নির্মাণ, নন এমপি ওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপি ভুক্ত করা, মসজিদ ও মন্দির সমূহ সংস্কার করা, হাসপাতাল আধুনিক ও শয্যা সংখ্যা বৃদ্ধি করা, সুন্দরগঞ্জ ১৫ টি ইউনিয়ন মাদক মুক্ত করা, বেকার যুবক মহিলাদের যোগ্যাতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করা, কুটির শিল্প করা, শিশুদের জন্য মনোরম পার্ক নির্মাণ, সকল ছোট বড় ব্রিজ কালভার্ট নির্মাণ, উত্তরবঙ্গের কৃষকদের ন্যায্যমূল্য ও সহজে সার প্রাপ্তির লক্ষ্যে গাইবান্ধা সুন্দরগঞ্জে একটি সার কারখানার স্হাপন, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন করা। জমি রেজিস্ট্রির ক্ষেত্রে হয়রানি দূর করা, সকল ক্ষেত্রে দূর্নীতি রোধ করা।
এছাড়া মসজিদ ও মন্দির সমূহ সংস্করণ করা, সুন্দরগঞ্জের ১৫ টি ইউনিয়ন ও ওয়ার্ডের সকল রাস্তা আইডি ভুক্তকরন ও পাকাকরণ, সুন্দরগঞ্জে ১ টি করে মহিলা কলেজ সরকারিকরণ, সর্বোপরি সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নবাসীকে স্মাট উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।