# শাহরিন সুলতানা সুমা/ শাহাদত হোসেন খোকন, গাইবান্ধা : সুন্দরগন্জ থানার এস আই আলাউদ্দিন খাগড়াছড়ি বান্দরবান বদলী করে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন এলা কাবাসী , সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা মামলায় ছিনতাই মামলা তদন্ত করতে গিয়ে শাকিব শাহিন যুবরাজ শাহিনুর কাছে মোটা অংকের টাকা ঘুষ খেয়ে সত্যি মামলা মিথ্যা বানিয়ে চালিয়ে দেয় । রিপোর্ট গাইবান্ধা আমলী আদালত সুন্দরগঞ্জ না পাঠিয়ে মামলা রেকর্ড না করে টাকা দাবি করে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমার কাছে। সেবাই জনতা জনতাই পুলিশ সেবাই পুলিশের ধর্ম । কিন্তু ্আ্ইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি চাঁদাবাজিতে ব্যস্ত। সাধারণ মানুষকে হয়রানি করে মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়ে টাকা দাবী করে। সুন্দরগন্জ থানা দূর্নীতি আখরা।
সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করার পর থেকে ও শুরু হয় টাকা নেওয়ার খেলা , মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে, সুন্দরগন্জ থানা পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করা শুরু করছে , আসামি গ্রেফতার না করে আসামির কাছ তদন্ত নাম করে আসামির বাড়িতে গিয়ে আসামি শাকিব শাহিন যুবরাজ শাহিনুর কাছে মোটা অংকের টাকা খেয়ে চলে আসে বাঁদীকে হয়রানি করা শুরু করেছে সুন্দরগন্জ থানা এস আই আলাউদ্দিন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা বাদী হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা , জেলা প্রশাসক গাইবান্ধা বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ, ডি আইজি রংপুর রেঞ্জ রংপুর, আইজিপি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, পুলিশ সুপার গাইবান্ধা, এ সার্কেল গাইবান্ধা মাননীয় আইন উপদেষ্টা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর