প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:২২ পি.এম
সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক এলাকায় মাছ শিকারে গিয়ে এক বাংলাদেশি জেলের মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়েছে। আহত বাংলাদেশি জেলে, টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার বাসিন্দার মো. আলী আহমদের ছেলে মো. ফিরোজ(৩০)।
৬ এপ্রিল (রবিবার) মিয়ানমার অভ্যন্তরে তোতার দ্বীপে মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ এপ্রিল রবিবার দুপুর ১টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতার দীপ নামক স্থানে ফিরোজ আলম (৩০) নামে একজন বাংলাদেশি জেলে মাছ শিকারে গিয়ে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে ডান পা বিচ্ছিন্ন হয়।
পরবর্তীতে আশপাশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানে তার চিকিৎস্যা চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর