আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করায় গত তিন বছরে (০৩ বছর) বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময়ে ২৯১ জন আসামীকে আটকসহ ১০৭ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৩২৪টি অবৈধ ভারতীয় চোরাই মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, মাদকদ্রব্যসহ নানা চোরাচালান সামগ্রী।
বিজিবি জানায়, সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় তৎপরতার কারণে সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারী ও অসাধু ব্যবসায়ীরা পূর্বের ন্যায় অবাধে চোরাচালান কার্যক্রম চালাতে পারছে না। এতে চক্রটি ক্ষুব্ধ হয়ে বর্তমানে একত্রিত হয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে।
৫৯বিজিবির সি ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন “চোরাকারবারীরা ইচ্ছাকৃতভাবে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তারা সদস্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছে, যাতে সীমান্তে তাদের অবৈধ কর্মকাণ্ড পুনরায় চালিয়ে যেতে পারে।” বিজিবির মতে, এই ধরনের কার্যকলাপ উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশপ্রেমে উজ্জীবিত একটি ঐতিহ্যবাহী শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সম্মানহানির স্পষ্ট প্রচেষ্টা। তবে যেকোনো প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মহানন্দা ব্যাটালিয়ন।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান, মানবপাচার, অস্ত্র ও মাদকদ্রব্যের প্রবাহ ঠেকাতে এ বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা রাখে। শুধু চোরাচালান প্রতিরোধই নয়, সীমান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সচেতন করা এবং জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত করতেও বিজিবির অবদান অনস্বীকার্য।
বিশেষজ্ঞরা মনে করেন, বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকলে সীমান্তে মাদক ও চোরাচালান আরও ভয়াবহ রূপ নিতে পারত। তাই সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবির আধুনিকায়ন ও মনোবল অক্ষুণ্ণ রাখার বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর