প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৩:৫৮ পি.এম
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অভিযানে গ্রেপ্তার ৪

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: সোমবার ২০ মে ২০২৪ ইং তারিখ রাত ১২:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জামবাড়ী ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আত্মহত্যা প্ররোচনায় প্রধান ০৪ আসামী ১। মোঃ বাবুল (৪০), ২। মোঃ আবোল (৩৮), উভয় পিতা-মৃত রেফাত আলী, ৩। মোসাঃ শিল্পী বেগম (৩৫), স্বামী-মোঃ বাবুল আলী, ৪। মোসাঃ নাজেমা খাতুন (৩২), পিতা-মৃত রেফাত আলী, সর্ব সাং-মির্জাপুর ভোটপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ ।
উল্লেখ্য গত ২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ছাগল বড়ই গাছের পাতা খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিবস্ত্র করে পেটানোর মত নেক্কারজনক ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম অপমান সহ্য করতে না পেরে ঘরের মধ্যে ঢুকে বিষ পানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ২৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ০৭ জনকে বাদী করে একটি প্ররোচনামূলক হত্যা মামলা দায়ের করেন। মামলার রূজুর পূর্বেই অভিযুক্তরা কৌশলে গা ঢাকা দেয়।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২০/০৫/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০০:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার জামবাড়ী ইউনিয়নের আন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান ০৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ ।
এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য র্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উক্ত ঘটনায় আটককৃত আসামীদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর