# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জ ষ্টেডিয়ামে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলার মধ্য দিয়ে সিজন-২ এর টুর্নামেন্টটি শেষ হয়।ফাইনালে সিআর কিংসকে হারিয়ে সিআর থান্ডার চ্যাম্পিয়ন হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জিএম সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান (মিন্টু প্রধান), নাসিক ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক (জয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, ইউএস শপিং কমপ্লেক্স এর সহ-সভাপতি রেজাউর রহমান (বাবলু), মাসুম শেখ ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমির স্বত্ত্বাধিকারী ও কোচ আশরাফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জিএম সুমন মুন্সি বলেন, খেলাধুলা এমন একটা মাধ্যম যার দ্বারা সমাজের অবক্ষয়, মাদক, সন্ত্রাস এবং অন্যান্য সামাজিক যে ব্যাপারগুলো সেগুলি রোধ করা যায়। আজকে যে খেলোয়ার তারাই আমাদের ভবিষ্যতের খেলোয়ার। তারাই একদিন আর্ন্তজাতিক পর্যায়ে মাঠ মাতাবে এবং দেশ, জাতি ও সমাজের মুখ উজ্জল করবে।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন, আশরাফুল শুভ, মাইনুদ্দিন রনি, রুবেল রাজ, শিমুল রাজ, চায়না কালেকশন, ফাইজা বোরকা হাউজ ও মাইমুনা বোরকা হাউজ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর