# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের ভোট চেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌছে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সোমবার (২৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়াডের চর সুমিলপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। দিনের ভোট রাতে হয়েছে। আমি-ডামির নির্বাচন হয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। মানুষ যদি কথা বলতে চাইত তাহলে হামলা-মালা চলত। আল্লাহর রহমতে এ দেশ থেকে স্বৈরাচার বিদায় হযেছে। আমরা চাই সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে থাকবে না কোন সন্ত্রাস, কোন ভুমিদস্যু, এমন একটি সমাজ গড়তে চাই। তিনি বলেন, দল যাকে বিএনপির মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।
এ-সময় উপস্থিত ছিলেন, মুনির হোসেন, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, দেলোয়ার হোসেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আলী আক্কাস, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, সহসভাপতি এরশাদ গাজী, সহসাধারণ রুবেল হোসেন মিন্টু, ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সহসভাপতি হুমায়ুন, ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি জাবেদ, মহিলা বিষয়ক সম্পাদক জরিনা বেগম, হাজেরা বেগম, জাবেদ, যুবদল নেতাওমর শরীফ, বাবু, ওসমান,রুবেন, সাজ্জাদ, রুহুল আমিন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর