নিজস্ব প্রতিবেদক, রাজশাহী……………………………......................................
বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতোমধ্যে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব রাজশাহীতেও পড়েছে। সকাল থেকে রাজশাতে সূর্যের মুখ দেখা মেলেনি। মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সাথে মৃদ্যু ও মাঝারি বাতাস বইছে। অন্যান্য দিনের মত রাস্তা ঘাটে লোকজনকে বের হতে দেখা যায়নি। জরুরী প্রয়োজন, বাজার-ঘাট, রিক্সা-অটোরিক্সা চালক ও কর্মব্যস্ত মানুষকে রাস্তায় কম দেখা গেছে।
রাজশাহীতে সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজন দেখা দেওয়া সেই সাথে সিত্রাং এর প্রভাব পড়ায় বয়স্ক ও মধ্য বয়সী নারী-পুরষ ও শিশুদের গায়ে গরম পোষাক ও চাদর মুড়ি দিয়ে বের হতে দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি রহিদুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ অঞ্চলের জেলা গুলোর উপর দিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং বয়ে যাবে। রাজশাহীতে বড় ধরনের প্রভাব পড়বে না। সকাল থেকে রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। তবে বৃষ্টি হবে বা হওয়ার সম্ভবনা আছে। সারাদিন আবহাওয়া একই রকম থাকবে। বেলা যত গড়াবে বৃষ্টি হওয়ার সম্ভবনা ততই বেশী। রাজশাহীতে বাতাসের গতিবেগ ১৫ থেকে ২০ মেটিক্যাল মাইল বলে জানান এই আবহাওয়াবিদ।
সিত্রাং নামের এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সাত অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর