সিংড়া (নাটোর) প্রতিনিধি........................................................
নাটোরের সিংড়ায় স্বাস্থ্য নগরী গড়ার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) এইড ফাউন্ডেশন ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির উদ্যোগে সিংড়া পৌরসভা হলরুমে বৃহত্তর রাজশাহী বিভাগের নাটোর জেলার ৭ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত।
সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, স্বাস্থ্য সুরক্ষায় তামাক মুক্ত জীবন গঠন সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করে আলোচনা করেন, মেয়র এলাইন্স ফর হেলদির জেনারেল সেক্রেটারী ও ঢাকার ধামরাইল পৌর মেয়র গোলাম কবির, ভাইটাল স্ট্রাটোজ এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহাবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কো অর্ডিনেটর আবু নাসের অনীক, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, গুরুদাস পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ৪১ সাল নাগাত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই তামাক মুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সহ জনসচেতনতা মুলক প্রচারণা বাড়াতে হবে। আগের চেয়ে পাবলিক প্লেসে ধুমপান অনেকটাই কমে গেছে। আমরা আশা করবো আগামীতে এর পরিমান আরও কমে যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ধুমপান মুক্ত স্বাস্থ্য নগরী গড়ে তুলতে বদ্ধপরিকর।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর