মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই এলাকার ইউনুস আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, ঘটনার প্রায় এক সপ্তাহ আগে আকরাম অভিযুক্ত দুই ভাইয়ের বাড়ি থেকে কবুতর চুরি করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা বিষয়টি নিশ্চিত হয়ে তাকে খুঁজতে থাকে। শুক্রবার বেলা ১১টার দিকে সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকার কাছে তাকে দেখে ধাওয়া করে। একপর্যায়ে আকরাম পানিতে লাফ দিলে তাকে তুলে এনে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় আহত আকরামকে পার সিংড়ার এক বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় তারা।
স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. রাশেদ খান বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৫ সিপিএসসি রাজশাহীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর থানা এলাকা থেকে দুই অভিযুক্ত মো. মিঠু ভান্ডারী (৪০) ও মো. মামুন ভান্ডারীকে গ্রেফতার করে। তারা সিংড়া বাজার সিট কাপড়ের গলি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৫ জানায়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে তারা সবাইকে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর