# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………………….
নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়নের আদর্শ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারসহ আশ্রয়ণ প্রকল্পের ৫১টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় জামিলা ফয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী আরিফা জেসমিন কনিকা।
ঈদসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি চিকন চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ও ১ কৌটা গুঁড়ো দুধ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মমিন মন্ডল, চামারী ইউনিয়ন আওয়াী লীগের সভাপতি মোঃ শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক আনিছুর রহমান লিখন, সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ মাসুম আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।#