# মিজানুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো। এতে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পেলো।
তিনি আরও বলেন, পৌর এলাকার হিন্দুকান্দিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক অধিগ্রহণ কৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ সহ কাঁটাতার দিয়ে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে অচিরেই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর