# মিলন, সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল। রবিবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষকদের নিয়মিত পাঠদান, ছাত্রীদের শতভাগ উপস্থিতির নির্দেশনা সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন আকন্দ সাজু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম সবুজ, শিক্ষক প্রতিনিধি ইউনুস আলী।
এ সময় তিনি বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে ছাত্রীদের নৈতিকতা, দেশপ্রেম মানবিক মূল্যবোধ ও বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি আরো বলেন, শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, সুস্থ ধারার জীবন গঠনের জন্য। ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষকদের কঠোর অবস্থানের কথা জানিয়ে ছাত্রীদের সব ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।#