প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ২:২২ পি.এম
সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানে সময় নাজমুল ষ্টোর ও নান্টু ষ্টোরকে ২ হাজার করে, মামুন ষ্টোর ১ হাজার ও জাহাবুল ষ্টোরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংলক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
এসময় সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর