# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী, নাশতার মামলার অভিযুক্ত ৬ জন এবং ওয়ারেন্ট মুলে ১১ জন সহ মোট আটক ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিধানের সময় ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি হাঁসুয়া ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী ইউনুস আলী প্রামানিক (৪৫), সালেহ আহম্মেদ (২২)কে গ্রেফতার করা হয়। এছাড়াও নাশকতার মামলায় অভিযুক্ত মাহফুজার রহমান মাফু (৫২), মশিউর রহমান ঠান্ডা(৫৬), জিয়াউর রহমান জুয়েল(৪৫), পিন্টু মিয়া(৫৩), মেহেদী হাসান মিস্টার(৩৫) ও ওয়াজেদ আলী(৩০) সহ ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিশান আলী খাঁন, সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিনা(৪১), রোকসানা (৩০), মোর্শেদা (৩৭), মমতাজ (৩৮), শাপলা (৩৪), শিউলি (৪৪), রত্না (৪০),শান্তি, ফেন্সি ও সুরেখা বেগম গণকে আটক এবং জব্দতালিকা মুলে মাদক ব্যবসায়ী দ্বয়ের নিকট হতে উদ্ধারকৃত ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত দেশীয় ৬টি বড় হাঁসুয়া ও ১টি চাইনিজ কুড়াল।
বিধি মোতাবেক আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং জব্দকৃত মালমাল থানা মাল খানায় রাখা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর