প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ১:৪৮ পি.এম
সারিয়াকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা সাহাজাত হোসেন পল্টন

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাহাজাত হোসেন পল্টন মতবিনিময় করেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এবং ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সর্বস্তরের জনগণ এর সুফল ভোগ করবে। তাই সকল সাংবাদিকদের সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান। সাংবাদিকদের সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কোয়েল, পৌর জাসাসের সিনিয়র সহ- সভাপতি আলমগীর কবির সহ সাংবাদিকবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর