# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা................................................
সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, নীতিমালা তৈরী হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তা করা সম্ভব হবে না। তবে মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান।
এছাড়া বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই। মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে বাগমারায় পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর