বিশেষ প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে নন্দ দুলাল কর্মকার নামে এক শিক্ষক মারা গেছেন। শনিবার (১৪-০৬-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান। তিনি চারঘাটের ভায়া লক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নন্দ দুলাল কর্মকার । রোববার(১৫-০৬-২০২৫) বিকেল ৪টায় তার মরদেহ বাড়িতে পৌছে। পরে হিন্দু শাস্ত্রমতে সৎকার করা হয়।
পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দ দুলাল কর্মকারের স্ত্রী স্বপ্না রানী কর্মকার।
তিনি জানান,১ মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে নুপুর রানী কর্মকার বগুড়ার আজিজুল হক সরকারি কলেজের অনার্সের ছাত্রী আর ছেলে অনুপ কর্মকার আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র। পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্বপন জানান, ১৯৯৪-৯৫ সালে স্কুল প্রতিষ্ঠাকালিন সময়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২৯ সালে । কিন্ত তার আগেই চির বিদায় নিলেন শিক্ষক নন্দ দুলাল কর্মকার। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর