প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ২:১৮ পি.এম
সাপাহারে ব্যবসায়ী’দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

# আলমগীর হোসেন, সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার উপজেলার জিরো পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে আম বাগান মালিক, আম ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও বণিক সমিতির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন। পুলিশ সুপার উপস্থিতি ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং উপজেলার শান্তি, নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার উপজেলার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, ব্যবসায়িক সুরক্ষা, দোকানদারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় নাগরিকদের নিরাপত্তা সম্পর্কিত যেকোনো সমস্যা নিবিড়ভাবে খতিয়ে দেখেন। তিনি উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের প্রতি জোর দেন যেন তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করেন এবং সামাজিক দায়িত্ব পালন করেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।
পুলিশ সুপার প্রতিটি সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য উৎসাহিত করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার আশ্বাস দেন, নওগাঁ জেলা পুলিশ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পূর্ণ সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর