প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ২:৩২ পি.এম
সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে সীমান্তবর্তী সাপাহার উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভা কক্ষে অনুষ্টিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে জেলার সার্বিক পরিস্থিতির উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান আরিফ, প্রাণীসম্পদ কর্মকর্তা ড: গোলাম রাব্বানী, উপজেলা কর্ষি কর্মকর্তা শাপলা খাতুন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর