রুস্তম আলী শাহের, বাগমারা: রাজশাহীর বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সানশাইনের সম্পাদক সম্পাদক তসিকুল ইসলাম বকুলের স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সাংবাদিক এস এম সামসুজ্জোহা মামুনের উদ্যোগে ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে শনিবার( ০৭ ডিসেম্বর) বিকেলে তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত দোয়া মাহফিলে শোকসপ্ত পরিবারের প্রতি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রেসক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপু আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আঃ সালাম শাহ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি ও পদ্মা টাইমসের সম্পাদক বদরুল হাসান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর তদন্ত- কেন্দ্রর ইনচার্জ মোঃ সোহাইল রানা,ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক সাব্বির আহমেদ (অনিক), তাহেরপুর আনছার ভিডিপির কমান্ডার রইচ উদ্দিন প্রাং, ডিএসবি কাজিমুদ্দিন ।
তাহেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আঃ রাজ্জাক এর পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য খোরশেদ আলম, সাংবাদিক রুস্তম আলী শায়ের, রায়হান ইসলাম, রকিবুল ইসলাম রকি, মোঃ ইমাম হোসেন, আহিদ ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসরাফিল হোসেন, সম্পাদক ও প্রকাশক রাজশাহী টাইমস, ভিডিপির সদস্য মোকলেসুর রহমান, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য গত ৩রা ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পাদক তসিকুল ইসলাম বকুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর