শাহাদৎ হোসেন খোকন/মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা- টুপামারি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে যেনতেনভাবে, নিয়মের বালাই নেয়। ব্যাপক অনিয়ম আর অব্যস্থাপনার মধ্য দিয়ে কাজের অগ্রগতি ধীর গতিতে এগিয়ে চলছে। এ নির্মাণ কাজ নিয়ে ্এলাকাবাসির বিস্তর অভিযোগ।
জানাগেছে, ১নং ইটের পরিবর্তে ২ নং ইট ব্যবহার করা হচ্ছে। বালু সিমেন্ট ও নিম্নমানের বলে এলাকাবাসির অভিযোগ। সিডিউলের কোন তোয়াক্কা না করে এসব কাজ হচ্ছে তড়িঘড়ি করে।নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রাস্তার ধারের গাছ কেটে ফেলেছে গাইবান্ধা জেলা পরিষদ এর অনুমতি ছাড়াই। এতে করে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। যে কোন সময় এ কাজকে কেন্দ্র করে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।
এব্যাপারে এলাবাসির পক্ষে বাদি হয়ে জনৈক সাংবাদিক রংপুর বিভাগীয় কমিশার, গাইবান্ধা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্যাপুর এর নিকট লিখিত আভিযোগ করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর