শাহরিনসুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান সরকারের নামে ইএফটি চালু করে বেতন ভাতা প্রদানের জন্য আবেদন জানিয়েছেন।
ঘটনায় প্রকাশ গাইবান্ধা সাদুল্যাপুর কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান নামে ইএফটি চালু করে বেতন ভাতা প্রদান কর্মচারী হাজিরা খাতার স্বাক্ষরে বাধা দিয়ে জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ায় দুর্বিসহ জীবন কাটাচ্ছেন।
শিক্ষক মোঃ আনিছুর রহমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখীত আবেদন করা হয়েছে। , অভিযোগ সূত্রে জানা গেছে গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ১৫/০৪/২০২৪ ইং তারিখে সহকারী শিক্ষক পদে যোগদান করেন মোঃ আনিছুর রহমান সরকার। তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটি তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। তার স্বাক্ষরে এপ্রিল, মে জুন ২০২৪ ইং শিক্ষক কর্মচারীদের বেতন মোঃ আব্দুল ছামাদ তার পক্ষের লোকজন চাকরি নেই মর্মে হুমকি দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষরে বাধা দিয়ে অসহযোগিতা মূলক আচরণ করে বিদ্যালয় থেকে বের করে দেন। এই ঘটনায় নিরুপায় মোঃ আনিছুর রহমান সরকারের প্রতিকারের দাবিতে গত ০৩/০৯/২০২৪ ইং তারিখে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় লিখীত আবেদন করেছেন।
ভুক্তভোগী আনিছুর রহমান সরকারের দাবী অভিযোগের পর সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি সমাধান পূর্বক বিল বেতনে স্বাক্ষর প্রদানের জন্য বললেও শিক্ষক মোঃ আবু তাহের মোঃ আব্দুস ছামাদ তা এড়িয়ে চলছেন। ইএফটিতে নাম না পাঠানোর কারণে বিল বেতন হচ্ছে না। ফলে পরিবার – পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ।
এ বিষয় নিয়ে শিক্ষক মোঃ আবু তাহের মোঃ আব্দুস সামাদ এর সাথে কথা হলে জানান আনিছুর রহমান সরকার এ বিদ্যালয়ে একজন সাধারণ শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এ পদ থেকে অব্যাহতি নেন। সভাপতি উক্ত অব্যাহতি গ্রহণ করে ম্যানেজিং কমিটির সভায় অনুমোদন না করায় তাহা অব্যাহতি পত্রটি অকার্যকর হয়।
প্রকাশ থাকে যে, গত ১৪/০৪/২০২৪ ইং তারিখে সরকারি ছুটি থাকায় অব্যাহতি পত্রটি বিধি সম্মত নহে এবং তা সম্পূর্ণ অবৈধ। ১৩/০১/২০২৫ ইং তারিখে তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার সাদুল্যাপুর গাইবান্ধা গত ১৪/০১/২০২৫ ইং তারিখে সহকারী শিক্ষক পদে হ ইতে অব্যাহতি পত্র খানা অবৈধ ঘোষণা করেন। এতে করে সহকারী শিক্ষক পদটি বহাল আছে। সহকারী শিক্ষক পদটি বহাল থাকার পরও ইএফটি বেতন ভাতা চালু ও বকেয়া ভাতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ ছামাদ না করার কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তাই উক্ত সহকারী শিক্ষক কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মোঃ আনিছুর রহমান সরকারের নামে বেতন ভাতা প্রদান করা দরকার বলে জানান তিনি।#