শিবগঞ্জ প্রতিনিধি................................................
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দর সাতদিন বন্ধ থাকবে। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের দিকে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মো. মামুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে এ বন্দরের সব কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা জাফর ইকবাল বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর