প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৩:৩৪ পি.এম
সাতক্ষীরা হতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিজানুর রহমান, খুলনা: সাতক্ষীরা হতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’ গ্রেফতার করেছে র্যাব-৬ । আজ ১৯/১০/২০২৪ইং তারিখ সাতক্ষীরা সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়।
মামলা নং-২২, তারিখ- ১৯/১০/২০২৪ খ্রিঃ। ধৃত আসামী- ১। মোঃ শাহ্জাহান কবির(৫৪), পিতা-মোঃ আব্দুল ওহাব বিশ্বাস, সাং-আড়তদার, ভোমরা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড ও ২। মোঃ আছাদুল গাজী(৪০), পিতা- মোঃ আঃ মাজেদ গাজী, সাং-আড়তদার, ভোমরা ইউনিয়নের ০১নং ওয়ার্ড উভয় থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাদ্বয়।
সাতক্ষীরা জেলার সদর থানাধীন নবারুন স্কুলের মোড় সংলগ্ন জনৈক সম্রাট সুজের দোকানের সামনে পাকা রাস্তায় উপর ভারতীয় তৈরি নেশা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় ও সরবরাহ করার জন্য অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, (সাতক্ষীরার) একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযানের উদ্দেশ্যে গেলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে বর্ণিত দুইজন ব্যক্তি তাদের হাতে থাকা ফেন্সিডিলসহ পলায়নের চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী- মোঃ শাহ্জাহান কবির(৫৪) ও মোঃ আছাদুল গাজী (৪০) দ্বয়কে ধৃত করতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৯৫(পঁচানব্বই) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল জব্দ করা হয়।
আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর