সাতক্ষীরা প্রতিনিধি: জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে শাড়ি ও ওষুধসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ঘোনা, কাকডাঙ্গা, বৈকারী, গাজীপুর, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন গেড়াখাল ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে।
এছাড়া, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নতুন পাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার অলির ঘের নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাদপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় ওষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৬১ হাজার পাঁচশ’ টাকা।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর