জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, চলতি মৌসুমে সার ও কীটনাশকের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি কলেজ রোডের কাজ দ্রুত শুরু, ফরমালিন ও পুশমুক্ত চিংড়ি উৎপাদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদারকরণ, লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিকগুলো বন্ধ করা, জেলার চিকিৎসা সেবার মান উন্নয়ন, জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে আর তৎপর হওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. ফাহিম কায়সার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন মো. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর