প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৯:২৬ এ.এম
সাতক্ষীরার শ্যামনগর ছোট ভেটখালীতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

মোঃ আলফাত হোসেনঃ সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে নারী ও পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে, ধারাবাহিক কর্মসূচি অংশ হিসাবে ২০ ই মে মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের সাইদুর গাজীর দোকান সংলগ্ন সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।
চক্ষু শিবির পরিচালনা করেন এসকে ডিজিটাল চক্ষু সেবা কেন্দ্রের পরিচালক ডাঃ এস,কে আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা,গাবুরা ইউনিটের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,মুন্সিগঞ্জ ইউনিট কমিটির সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর গাজী, মোঃ সবুজ, মোঃ সাকিবুল, মোঃ শাহরিয়া প্রমুখ।
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্টা মোঃ আবুল হোসেন ওমর জানান,আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কাজেকর্মে সফল মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার। নিজেদের দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকা এবং মানুষের সেবা করাই আমাদের জীবনের মূল লক্ষ্য, যেহেতু আমাদের এটা অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সবচেয়ে বড় কথা আমরা সেচ্ছাসেবী এটা আমাদের গর্ব আর এই জায়গা হতে আমাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা সেবা চলমান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর