# জি এম ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে...................................
শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নে গাজী পাড়া গ্রামের রাস্তাটি ২০ বছর ধরে কোন সংস্কারের কাজ মিলেনি, একটু বৃষ্টি হলে হাঁটু সমান কাঁদা হয়, চরম দূভোর্গে এলাকা বাসি। রাস্তা তো নয় যেন ময়দার খামার। পা দিলেই হাঁটুর নীচ পর্যন্ত ডুবে যায় এক পা ঢুকে তো অন্য পা তুলে আবার ফেলতে লাগে কয়েক মিনিট। এভাবেই চলছে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাজী পাড়া গ্রামের শত শত মানুষের জীবন।
উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এখানে কাঁদায় ভরে রয়েছে রাস্তাটি। আর এসব কাঁচা রাস্তাগুলোর জন্য বর্তমান সময়ে এসেও এলাকাবাসীর পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বর্ষা মৌসুমে এ রাস্তায় পানি আর নরম মাটিতে লোকজনের হাঁটা চলায় চারিদিকে কাঁদায় একাকার হয়ে যায়। গ্রামে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাঁদা মাড়িয়ে চালচল করতে হয়। এখানকার স্কুল কলজের ছাত্র ছাত্রী ও বয়োবৃদ্ধাসহ সকল শ্রেণির পেশার নাগরিকদের চালচলের জন্য খুবই সমস্যায় পড়তে হচ্ছে । (১৩ আগষ্ট রবিবার )
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘির পাশ থেকে গোলাম গাজীর বাড়ি পর্যন্ত, ও গাজীবাড়ী মসজিদ হতে আল আমিনের বাড়ি পযন্ত ৩ কিলোমিটার চরম দূর্ভোগের এই রাস্তাটি এলাকাবাসীর প্রানের দাবি তাদের এই রাস্তাটি যেন দ্রুত পাকা হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর