জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জনাব আনসার আলী বিগত ০৭/০৮/২৪ তারিখে বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
উক্ত মামলার আসামিগন মোঃ সাব্বির হোসেন মিন্টু, এবাদাত হোসেন নান্টু, আরাফাত হোসেন ঝন্টু, আল আমিন হোসেন, বিজ্ঞ আদালত থেকে জামিন গ্রহণের পর মামলার ৪ নাম্বার সাক্ষী মোহাম্মদ লুৎফর রহমানকে আদালতে সাক্ষী প্রদান না করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করেন।তারই পরিপেক্ষিতে সকল আসামিগণ লুৎফর রহমানের বাড়িতে এসে গত ২৫/০৪/২০২৫ তারিখ সকালে তাকে কোর্টে সাক্ষী দিতে গেলে হত্যার হুমকি প্রদান করে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকাবাসী জানাজানি হলে সকল আসামিগণ পালিয়ে যায়। মোহাম্মদ লুৎফর রহমান নিরুপায় হয়ে স্বশরীলে উপস্থিত হয়ে শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেন। এবং থানা পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত মোশারফ মাস্টারের পুত্রগন দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছে।বিভিন্ন মানুষের সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার এলাকায় মারামারি সংঘটিত করেন।তাদের নামে শ্যামনগর থানায় এবং সাতক্ষীরা কোটে একাধিক মামলা আছে বলে জানা যায়।তারা এলাকায় দখলবাজ হিসেবে পরিচিত বর্তমানে তাদের ভয়ে লুৎফর রহমান হত্যার আতঙ্কে মানবতর জীবনযাপন করছে।
শ্যামনগর থানার এ এস আই তুহিন বলেন শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে l#