মোমিনূর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি...................................
সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১৮ জন নারী ও ২ জন পুরুষ সদস্যদের ২দিন ব্যাপী বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ( ভার্মি কম্পোস্ট ) আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী । তিনি এই প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে তোলা। প্রশিক্ষক জলবায়ু পরিবর্তন কি, এর ফলে সৃষ্ট সমস্যাবলী এবং সমাধানের উপায়, কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট তৈরি করার পদ্ধতি এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কিভাবে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর