মোঃ সাইফুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি...................................
সাতক্ষীরার শ্যামনগরে চলছে লাইসেন্স বিহীন অবৈধ কৃষি বিতান, নজরদারি নেই সংশ্লিষ্ঠ প্রশাসনের। উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মত ছেয়ে গেছে অবৈধ কৃষি বিতান।
অভিযোগ উঠেছে উপ-সহকারী কৃষি অফিসারদের কারো কারো ম্যানেজ করে চলছে এই সব দোকান। তবে উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরদিকে সচেতন মহলের দাবি, অভিযান পরিচালনা করা হচ্ছে সেই দোকানে যে দোকানগুলো ম্যানেজ হচ্ছে না।
তথ্যমতে উপজেলায় ১২ জন বিসিআইসি ডিলারের মাধ্যমে ১০৮ জন সাব-ডিলার থাকার কথা। কিন্তু খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার বিভিন্নস্থানে হাজারখানেক দোকান রয়েছে। যদিও প্রতিটি ইউনিয়নে ২ জন করে উপ-সহকারী কৃষি অফিসার থাকলেও অবৈধভাবে দেদারসে দোকান পরিচালনা করছেন অবৈধ ব্যবসায়ীরা। এই সব দোকানে নিম্নমানের সার ও কীটনাশক বিক্রি হচ্ছে চড়া দামে।
বিভিন্ন স্থানঘুরে দেখাগেছে, কিছু কিছু দোকানী অন্যের লাইসেন্স ভাড়া বা ক্রয় করে দোকান পরিচালনা করছে। ২০১৮ সালের আইনের দ্বিতীয় অধ্যায়ের ৯ নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি তাহার লাইসেন্স অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন না” এবং ১০ নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করিলে মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবেন এবং পঞ্চম অধ্যায়ের ১ (ক) স্মারকে বলা হয়েছে ধারা ৫, ৬ ও ৭ এর অধীন লাইসেন্স গ্রহণ ব্যতিত কার্য পরিচালনার অপরাধের জন্য নির্ধারিত দন্ডের দ্বিগুণ দন্ডে দন্ডনীয় হবেন।
কৃষকরা জানিয়েছেন যে, বাজারে নিম্নমানের সার কীটনাশকের কারণে তারা ভালো সার-কীটনাশক নির্ণয় করতে অক্ষম। এতে করে বার বার সার-বিষ প্রয়োগ করে সর্বশাস্ত হচ্ছে তারা। অবৈধভাবে কৃষি বিতান পরিচালনাকারী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তাদের ম্যানেজ করে এই দোকানগুলো পরিচালনা হয়ে থাকে।
বৈধ ব্যবসায়ীরা জানান, আমরা বিসিআইসির মাধ্যমে সাব-ডিলার নিয়ে ব্যবসা পরিচালনা করছি কিন্তু আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছি অবৈধ কৃষি বিতানের জন্য। তারা নিম্নমানের সার-বিষ কম দামে বিক্রির ফলে কৃষক ও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর