প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৩:৩৩ পি.এম
সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা

মোঃ আলফাত হোসেন: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তঘেঁষা কৈখালী ইউনিয়নে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকপাচার ও মাদক ব্যবসা। একদিকে ভারতের সীমান্তঘেঁষা কালিন্দী নদী, অন্যদিকে কৈখালী ও রমজাননগর ইউনিয়নের কোলঘেঁষা সুন্দরবন—এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুচক্রী কালোবাজারি চক্র মাদক পাচারকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার করছে। অতীতেও এই এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নারী ও শিশু পাচার এবং সংঘবদ্ধ ধর্ষণের মত অপরাধের অভিযোগ উঠেছিল, যা তখন স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড ও সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদক ব্যবসা। মাঝে মাঝে কয়েকজন মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী,মাদক ও অস্ত্র সহ আটক হলেও, কালোটাকার প্রভাব, পেশিশক্তি এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মাদক ব্যবসা হতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা নাম পরিচয়ে অনিচ্ছুক একজন বলেন, ভারতে যেখানে একটি মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩০০ টাকা, সেখানে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকা থেকে ৩ হাজার টাকায়। এই অতিরিক্ত মুনাফার লোভেই অনেকেই এই ভয়ংকর ব্যবসায় জড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই চক্রের সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজন পরিচিত মুখ রয়েছে, তবে ভয়ে ও নিরাপত্তাজনিত কারণে অনেকেই প্রকাশ্যে নাম বলতে সাহস পাচ্ছেন না।
কৈখালীসহ পুরো শ্যামনগর উপজেলার অলিগলি এখন মাদকাসক্তদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণরাও ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন সচেতন মহল।
এ বিষয়ে গণসংহতি আন্দোলন ( জিএসএ) শ্যামনগর উপজেলা সভাপতি জিএম মাহফুজ বলেন,শ্যামনগরে উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া কিছু কিছু ছেলে মেয়েরা মাদকে আসক্তে জড়িয়ে পড়ছে তাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি সময়োপযোগী।
শ্যামনগরের সচেতন মহলের মানুষেরা ভয়ংকর মাদকের ছোবল থেকে মুক্তি চেয়ে তারা বলছেন, সীমান্তবর্তী এই অঞ্চলকে মাদকমুক্ত করতে হলে নিয়মিত অভিযান, শক্ত নজরদারি এবং চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর