# জহর হাসান সাগর, তালা, সাতক্ষীরা............................................................
সাতক্ষীরার তালা থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন মো: মমিনুল ইসলাম পিপিএম। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম কে আশাশুনি থানা থেকে তালা থানায় ওসি হিসাবে বদলীর আদেশ জারি করা হয়। গতকাল(বুধবার) রাতে তালা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিমের কাছ থেকে নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো: মমিনুল ইসলাম পিপিএম দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হারদি গ্রামের শেখ মোশারফ হোসেনের পুত্র। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন তিনি। ইতিমধ্য বিভিন্ন স্থানে চাকুরীর সুবাদে সুনামের সহিত আইন শৃঙ্খলা সমুন্নত রেখেছেন তিনি।
এ সময় তালা থানার পুলিশের একটি টিম নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করেন। তালা থানার নবাগত ওসি মো: মমিনুল ইসলাম পিপিএম কঠোর হস্তে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন-শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর