সাতক্ষীরার প্রতিনিধি: আশাশুনিতে সেনাবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত এলাকা মাদক বীরোধী ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষ এখন বিভিন্ন বাহিনীর কথিত নির্যাতনে অতিষ্ঠ—এমন অভিযোগ উঠেছে সাতক্ষীরার আশাশুনি সহ শ্যামনগর উপজেলায়। গত ২৯-০১-২০২৬ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের বাসিন্দা মহিরুদ্দিন সানার ছেলে ইসমাইল সানা (বয়স আনুমানিক(২২) সেনাবাহিনীর মারপিটে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল সানার মা অসুস্থ থাকায় তিনি মোটর সাইকেলযোগে ওষুধ আনতে যান। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে আশাশুনি আর্মি ক্যাম্পের সদস্যরা তাকে হেলমেট না পরার অভিযোগে থামান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে দাবি করেছে পরিবার। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নিহত ইসমাইল সানার পরিবারের সদস্যরা এই মৃত্যুকে ‘নির্মম ও অমানবিক’ আখ্যা দিয়ে ন্যায়বিচার চেয়েছেন।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানান,তাহারা ঘটনা স্থলের পরিবেশ পরিস্থিতি উত্তেজনা থাকায় সেখানে যেতে পারেনি, এবং ডেডবডি ময়না তদন্তে পাঠানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ইসমাইল সানা মোটরবাইক চালাচ্ছিল হঠাৎ সেনাবাহিনীর টহলের সামনে পড়লে মাথায় হেলমেট ব্যবহার না করার অপরাধে সেনাবাহিনীর কয়েক সদস্য ২-৩ জনের ওপর আচমকা পিটুনি দেন আর ঘটনা স্থলেই নিহত হন ইসমাইল সানা। আর্মি ক্যাম্প বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আনুলিয়া ইউপির চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান,ইসমাঈল হোসেনের মৃত্যু সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে ঘটবে যাহা আমরা কখনও আশা করিনি, সেনাবাহিনীর এমন ন্যাক্করজনক ঘটনা খুবই দুঃখজনক,আমরা এই হত্যাকান্ডের সঠিক তদন্তপূর্বক বিচার চাই। গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলার সংগঠক মোঃ আলফাত হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার, তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর সাধারণ মানুষের উপরে এমন ন্যাক্করজনক ঘটনার আমি তীব্র নিন্দা জানাই, আমি মনে করি ইসমাইল সানা হত্যা ঘটনা মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা চেষ্টা ছাড়া কিছু না তবে এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করা যাবেনা,সেনাবাহিনীর ভিতর পূর্বের আওয়ামী ফ্যাসিবাদতন্ত্রের গুটিকয়েক সদস্য অতি উৎসাহী হয়ে এমন তান্ডব চালিয়েছে বলে মনে করি। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচারের আওতায় আনা হোক।
এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা রক্ষার নামে যেন কোনোভাবেই সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন না হয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর