প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৮:১৬ এ.এম
সাতক্ষীরায় সামাজিক মূল্যবোধ, কৃষি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের (২য় পর্যায়) আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খুলনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা মন্দিরে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী চ্যাটার্জির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন ও ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ।প্রশিক্ষণে জেলার ৭টি উপজেলার ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর