জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫’ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ এপ্রিল) জেলার ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে, কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার হিজলদী সীমান্ত থেকে ৫শ’ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে বিজিবি। এছাড়াও, ঘোনা সীমান্তের বাশতলা ও পাটকেলঘাটা থেকে ৯ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণু, তলুইগাছা সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা সীমান্ত থেকে ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, সুলতানপুর সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চান্দুড়িয়া সীমান্ত থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৪ লাখ ৯৭ হাজার টাকা। যা সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর